Narayangarh Goverment College
  1. principal.ngc05@gmail.com
03222 236511 / 03222 236513

 

Principal Desk

বিদ্যালয়ের আঙিনা ছেড়ে মহাবিদ্যালয়ের বিস্তৃত জগতে প্রবেশের বিশেষ ক্ষণ ছাত্র ছাত্রীদের মনে এক অনন্য অনুভূতির জন্ম দেয়। জীবনের সমরাঙ্গনে প্রথম ধাপ এই নতুন অধ্যায়। পাঠ্যবইয়ের শিক্ষা এখানে পরিপূর্ণতা পায় বহুমুখী জগতের সান্নিধ্যে। স্বাভাবিক ভাবেই জীবন সংগ্রামের এই রকম গুরুত্বপূর্ণ সন্ধিক্ষণে প্রয়োজন এমন এক সুন্দর পরিবেশের যেখানে শাসন আর প্রশ্রয়ের অভিভাবকসুলভ ছত্রছায়ায় এই সুকুমারমতি তরুণ প্রাণগুলি যথাযথভাবে প্রস্ফুটিত হতে পারে। আদিগন্ত বিস্তৃত সবুজের মনোরমের মাঝে স্থাপিত আমাদের মহাবিদ্যালয় প্রাঙ্গন এইসব তরতাজা জীবনকে সঠিকভাবে লালন করে বৃহত্তর জগতে লড়াইয়ে সম্মুখীন করানোর জন্য প্রতিশ্রুতিবদ্ধ। নাগরিক জীবনের কলুষ ও কোলাহল থেকে বহুদূরে নির্মল গ্রামীন পরিবেশে সমস্ত রকমের আধুনিক সুযোগ সুবিধা সমৃদ্ধ এই প্রতিস্ঠান বাস্তবিক অর্থেই সর্বাঙ্গীন শিক্ষার এক উপযুক্ত পাঠশালা। রাজ্যের বিভিন্ন প্রান্ত থেকে আসা সুযোগ্য শিক্ষকদের স্নেহভরা পাঠদান এই মহাবিদ্যালয়ের প্রধান আকর্ষণ। তাঁদের অভিজ্ঞতা আর পাণ্ডিত্য শিক্ষার্থীদের সামনে সন্ধান দেয় সেই জগতের যেখানে শিক্ষার অর্থ অপার আনন্দ আর এর উদ্দেশ্য আত্মোপলব্ধি। এই ভালোলাগার জায়গা থেকে শিক্ষার্থীরা খুব সহজেই কর্মজীবনে সহজভাবে সফল হবার জাদুকাঠিটি খুঁজে পায়।মানুষ গড়ার এই মহতী উদ্যোগে তাই সবাইকে জানাই সাদর আমন্ত্রণ। আপনাদের ভরসা আর আগ্রহই এই মহাবিদ্যালয়কে ভবিষ্যতের মহীরুহে পরিণত করবে একদিন এ আমার দৃঢ় বিশ্বাস। ভালো থাকুন। সুস্থ থাকুন।

Location Map
Get in Touch

Narayangarh Goverment College

Rathipur, Narayangarh, West Bengal, India, 721437

info@narayangarhgovtcollege.org

     
Visitor Counter
website counter code
Narayangarh Goverment College © 2019 | Development by Aidni Infotech Pvt. Ltd.